হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর অপারেশনে খরচ মেটাতে চুরি পেশায় স্বামী, আটক পুলিশের জালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই বছর ধরে জটিল রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে চুরিতে নেমেছিলেন রনি। পুরো নাম আসিফ করিম রনি (২৭)। শুক্রবার একটি পিকআপ ভ্যান চুরির ঘটনায় ধরা পড়েন রনি। খুলশী থানা-পুলিশের জিজ্ঞাসাবাদে রনি এমনটাই জানান রনি। 

অভিযুক্ত রনি নোয়াখালীর সুধারাম থানার বাসিন্দা। 

চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি ভোরে টাইগারপাস পি-ডব্লিউ কলোনি থেকে একটি পিকআপ ভ্যান চুরি হয়। এই ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে থানার মামলার পর অভিযুক্ত রনিকে শনাক্ত করা হয়। শুক্রবার টাইগারপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপটি কর্ণফুলী থানাধীন ফকিরহাট এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।’ 

সন্তোষ কুমার আরও বলেন, ‘আসামি জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে, চুরি করা পিকআপটি বিক্রি করে তিনি স্ত্রীর অপারেশন করাতেন। স্ত্রীর অপারেশন শেষে যা টাকা বাঁচবে তা দিয়ে তাঁর একটি মোটরসাইকেল কেনার শখ ছিল। এ জন্য রনি টাকা জোগাড় করতে চুরিকে বেছে নিয়েছে।’ 

ওসি আরও জানান, রনির নির্দিষ্ট কোনো পেশা নাই। কখনো ইলেকট্রিশিয়ান, কখনো ড্রাইভার, কখনো মিস্ত্রি এভাবে যখন যা হাতে পায় সেই কাজ করেই সংসার চালিয়ে থাকে। 

গ্রেপ্তারের পর অভিযুক্ত রনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, আসিফ করিম রনির বর্তমানে তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে তাঁর স্ত্রী জরায়ুতে সিস্ট রোগে ভুগছেন। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ