হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে পৃথক অভিযানে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকপাড়া এলাকার মো. সুলতানের মেয়ে রেহেনা আক্তার (৩৫) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নরপায়া এলাকার মৃত রফিকের ছেলে সুজন প্রকাশ ইমন (২৫)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে বুধবার রাত ৮টায় পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রেহেনা আক্তারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁর হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫০০ ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মহাসড়কের সেখানে রাত সাড়ে ৮টায় পৃথক অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। অভিযানকালে তল্লাশি চালিয়ে ৭০০ ইয়াবাসহ ইমনকে গ্রেপ্তার করেন তিনি। মাদকদ্রব্য পাচার আইনে মামলা করার পর গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড