বান্দরবানের রোয়াংছড়িতে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম শৈক্যউ মারমা (১৪)। গতকাল শনিবার স্বাধীনতা দিবস উদ্যাপনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই শিক্ষার্থীর মা বামে মারমা।
নিখোঁজ শৈক্যউ মারমা রোয়াংছড়ির উজানিপাড়ার বাসিন্দা হ্লাথুই মারমার ছেলে। সে রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে মানবিক বিভাগে পড়ে।
শৈক্যউ মারমার মা বামে মারমা বলেন, ‘ছেলেকে করোনাকালীন অনলাইন ক্লাস করার জন্য ঋণ নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছিলাম। আমরা তো জানি না, অনলাইনে ক্লাস করবে বলে সব সময় মোবাইল নিয়ে থাকে। মাঝে মাঝে ভিডিও কল করতেও দেখা যায়, কিন্তু কার সাথে আলাপ করে জানি না। আমার জানামতে, ফেসবুকের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে গেছে বলে ওর বন্ধুদের থেকে শুনেছি।’
বামে মারমা আরও বলেন, ‘মোবাইলে কল যাচ্ছে, কিন্তু ধরছে না। সন্ধ্যায় বাড়িতে না পৌঁছায় রোয়াংছড়ি থানায় সাধারণ ডায়েরি করেছি। আমার ছেলেকে যেকোনো প্রকারে ফিরে পেতে সবার কাছে মানবেতর আবেদন করছি।’
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, নিখোঁজ শিশুর মা সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।