হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় আগুনে পুড়ল প্রাণের ডিপো

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রাণ কোম্পানির একটি ডিপো। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। 

দুপুরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে ডিপোটি। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ডিপোর লোকজন ও স্থানীয়রা। কিন্তু দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ওই ডিপোতে প্রাণের বিভিন্ন পণ্য ছিল। জেলার সব দোকানপাটে এ ডিপো থেকে মালামাল সরবরাহ করা হতো। আগুনে ওই ডিপোর সব পুড়ে গেছে। 

ওই ডিপোর ইনচার্জ মোহাম্মদ ফোরকান বলেন, সবাই কাজ করছিল। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে যায়। কোথা থেকে আগুন লাগে তা আমরা নিশ্চিত নই। এরপর কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে কাজ না হলে ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা প্রথমে একটা ইউনিট কাজ শুরু করে। এরপর আরও ইউনিট যোগ হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ বিষয়ে কাজ চলছে।

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য