হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা শিক্ষাবোর্ড: পাস ও জিপিএ ৫ এগিয়ে মেয়েরা 

কুমিল্লা প্রতিনিধি

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে। গত বছর পরীক্ষার্থী পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। তবে, পাস ও জিপিএ ৫ এগিয়ে রয়েছে মেয়েরা। 

আজ রোববার ফলাফল ঘোষণা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এক লাখ ১০ হাজার ৫৮০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮৩ হাজার ৩৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ২৯ শতাংশ, মানবিক বিভাগে ৬৯ দশমিক ৭৮ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭১ দশমিক ৯৭ শতাংশ। 

তিন বিভাগে ছেলেদের মোট পাসের হার ৭২ দশমিক ৮১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৩০ শতাংশ। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে তিন হাজার ৫২৩ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। ২০২২ সালের পরীক্ষায় এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছিল ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে আট হাজার ৭৫৭ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

তিনি আরও জানান, কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ১৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান রয়েছে একটি।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ