হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্রে গোসল করতে নেমে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়া এক রোহিঙ্গা কিশোর পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত রোহিঙ্গা কিশোরের নাম সাইফুল ইসলাম (১৬)। 

জানা গেছে, নিহত ওই রোহিঙ্গা কিশোর উখিয়ার কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সমুদ্রে গোসল করতে নেমে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ 

বিচের কর্মীদের ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘বুধবার বিকেলে একসঙ্গে ছয় রোহিঙ্গা কিশোর সমুদ্রে গোসল করতে নামে। সেখান থেকে দুজন পানিতে ভেসে যায়। প্রথমে রায়হান নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর সাইফুল নামে আরেক কিশোরকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।’ 

উল্লেখ্য, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। পরে তাঁদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। 

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি