হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালী প্রতিনিধি

অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নোয়াখালী জেলা শহরের সোনাপুর ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্যে ভেজাল, মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। জরিমানার ও কারাদণ্ডের পাশাপাশি সব ব্যবসায়ীকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্ক করা হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ও রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৃথক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিট্যারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যগণ।

অভিযান সূত্রে জানা গেছে, রমজানকে পুঁজি করে জেলার বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে জেলা শহর মাইজদীর সোনাপুর বাজারে অভিযান চালান জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মূল্যতালিকা না থাকায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে একই অভিযোগে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১