হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে লরির পেছনে বাসের ধাক্কা, ১১ যাত্রী আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী লরির পেছনে ধাক্কা লাগে যাত্রীবাহী বাসের। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তবে তাৎক্ষণিকভাবে আহত বাসযাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির (জিপিএইচ ইস্পাত কারখানা গেট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস ভোরে সীতাকুণ্ডের সুলতানা মন্দির (জিপিএইচ ইস্পাত কারখানা গেট) এলাকা অতিক্রমের সময় অসাবধানতাবশত একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হয়। পরবর্তীকালে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় আহত বাসের ১১ যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। তবে আহতদের মধ্যে আটজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল