হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধকারীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের আলিয়া মাদ্রাসা, বাস টার্মিনাল ও লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথাসহ বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা। পরে পুলিশ এসে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে ফেলে। 

এ ছাড়া জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে ছোট যানবাহনগুলো চলাচল করছে। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, মামলা, হামলা এবং অন্যায়ভাবে নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। নির্যাতন ও নিপীড়ন করে আন্দোলন বন্ধ করা যাবে না। অবরোধের প্রথম দিন বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক জানান, অবরোধে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে পুলিশের নজর রয়েছে। সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। যান চলাচল করছে। এখন পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ