হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ছুরিকাঘাত করে পর্যটক দম্পতির টাকা-মোবাইল লুট 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরে এক পর্যটক দম্পতির মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তসলিম উদ্দিন নামের এক ব্যক্তি আহত হন। 

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়েন্টের ওপর দোকানঘর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত তসলিম উদ্দিন (২৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা তারাকান্দা পূর্ব পাগলি গ্রামের মৃত নাঈম উদ্দিনের ছেলে। 

আহত পর্যটকের স্ত্রী রিতু আকতার বলেন, দুপুরে ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে করে বান্দরবান আসেন। পরে মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণে যান। সন্ধ্যায় ফেরার পথে কেব্‌ল কার পয়েন্ট এলাকায় পৌঁছালে দুই যুবক তাঁদের গতিরোধ করে দুটি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তসলিম টাকা দিতে অস্বীকার করলে তাঁকে পেটে ছুরি মেরে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী দোকানে লোকজন পুলিশকে খবর দিলে তাঁকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়। 

স্থানীয় দোকানি বর্ষা তঞ্চগ্যা বলেন, নারীর চিৎকার শুনে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় এক পর্যটককে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। 

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিব জামান বলেন, পর্যটককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দোষীদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে। 

বান্দরবান মেঘলা-নীলাচল পর্যটন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের