হোম > সারা দেশ > চট্টগ্রাম

মধ্যরাতে আগুনে পুড়ল আটটি বসতঘর, শিশুর মৃত্যু

প্রতিনিধি

বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালীর তেলিয়াকাটা এলাকায় আগুনে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছে অন্তত ১০ জন। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার বাইন্যা মার্কেট সংলগ্ন আহমদ ফকিরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের আটটি বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। এ সময় ঘরের ভেতরে থাকা সাইমা (৭) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয় আরও ১০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অপর একটি বসতঘরের আটকে পড়া বাক্‌প্রতিবন্ধী জয়নাল আবেদীনকে (৪৮) উদ্ধার করেন তাঁরা।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কাশেম বলেন, গতকাল রাতেই সাইমা নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সে আগুনে পুড়ে মারা গেছে। এ ছাড়া দগ্ধ বাক্প্রতিবন্ধী জয়নাল আবেদীন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আব্দুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলেই ছুটে যাই। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় এক বাক্প্রতিবন্ধীকে উদ্ধার করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আটটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল