বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালীর তেলিয়াকাটা এলাকায় আগুনে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছে অন্তত ১০ জন। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার বাইন্যা মার্কেট সংলগ্ন আহমদ ফকিরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের আটটি বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। এ সময় ঘরের ভেতরে থাকা সাইমা (৭) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয় আরও ১০ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অপর একটি বসতঘরের আটকে পড়া বাক্প্রতিবন্ধী জয়নাল আবেদীনকে (৪৮) উদ্ধার করেন তাঁরা।
স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কাশেম বলেন, গতকাল রাতেই সাইমা নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সে আগুনে পুড়ে মারা গেছে। এ ছাড়া দগ্ধ বাক্প্রতিবন্ধী জয়নাল আবেদীন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আব্দুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলেই ছুটে যাই। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় এক বাক্প্রতিবন্ধীকে উদ্ধার করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আটটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।