হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নিহত ১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজারে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বাগানবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মো. বাবুলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ওই বাড়ির মো. মুজিবুল হকের টিনশেডের বেড়ার বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পুড়ে যাওয়া মো. মুজিবুল হকের (৪০) মরদেহ উদ্ধার করে তরা। নিহত  মুজিবুল হক এলাকার এনামুল হকের ছেলে।

এ বিষয়ে বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. বাবুল বলেন, ‘গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরিবারটি অত্যন্ত গরিব। মো. মুজিবুল হক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। স্ত্রী, সন্তান নিয়ে তিনি ওই বসতঘরে বসবাস করতেন। ঘটনার সময় আমরা বাজারে থাকায় কোনো কিছুই উদ্ধার করা যায়নি। পরিবারের লোকজনও বসতঘরে ছিল না। ফলে মুজিবুল হক পুড়ে যান। অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘পরিবারের মতামতের ভিত্তিতে পুড়ে যাওয়া মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত