হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নিহত ১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজারে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বাগানবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মো. বাবুলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ওই বাড়ির মো. মুজিবুল হকের টিনশেডের বেড়ার বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পুড়ে যাওয়া মো. মুজিবুল হকের (৪০) মরদেহ উদ্ধার করে তরা। নিহত  মুজিবুল হক এলাকার এনামুল হকের ছেলে।

এ বিষয়ে বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. বাবুল বলেন, ‘গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরিবারটি অত্যন্ত গরিব। মো. মুজিবুল হক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। স্ত্রী, সন্তান নিয়ে তিনি ওই বসতঘরে বসবাস করতেন। ঘটনার সময় আমরা বাজারে থাকায় কোনো কিছুই উদ্ধার করা যায়নি। পরিবারের লোকজনও বসতঘরে ছিল না। ফলে মুজিবুল হক পুড়ে যান। অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘পরিবারের মতামতের ভিত্তিতে পুড়ে যাওয়া মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের