হোম > সারা দেশ > কুমিল্লা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। দিনের শুরুতে আবহাওয়া ভালো থাকলেও ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যেই নেমে আসে বৃষ্টি। এতে ভোটার উপস্থিতি কিছুটা কমে আসে। ঘণ্টাখানেক বৃষ্টির পর আবহাওয়া এখন স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। 

কুমিল্লা দক্ষিণ সদরের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকতলা উচ্চবিদ্যালয় ও নগরের হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। 

শাকতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪১ জন। এই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ আজকের পত্রিকা’কে জানান, সকাল ১০টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে। 

ভোট দিতে আসা হাসিনা বেগম বলেন, ‘শুনছি ভেতরে মেশিন নষ্ট। তাই সময় বেশি লাগছে। আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো ভোট দিতে পারিনি।’ 

আরেক নারী ভোটার হোসনে আরা বলেন, ‘খুব গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। এত সময় লাগবে জানলে ভোট দিতে আসতাম না। শুনেছিলাম ইভিএমে নাকি তাড়াতাড়ি ভোট দেওয়া যায়।’ 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

ইভিএম বিকল হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘মেশিন নষ্ট হলে তো আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ওরা তো আর ভেতরে যাচ্ছে না। ভেতরে ভোট দিতে সময় লাগে। কেউ কেউ ধারণা করেই মেশিন নষ্টের কথা বলছেন।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক