হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ, ভিডিও ধারণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে সোহেল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা করেছেন তরুণীর মা। 

মামলার একমাত্র আসামি হলেন সোহেল। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে। মামলা দায়েরের পর থেকে সোহেল আত্মগোপনে রয়েছেন। 

মামলা থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে ওই তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় ওত পেতে থাকা সোহেল ও তাঁর সহযোগীরা তরুণীকে অপহরণ করেন। পরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ ও মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করেন সোহেল। 

এদিকে অপহরণের পর তরুণীর পরিবার কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তী সময় তরুণীর পরিবার বিভিন্নভাবে চাপ দিলে গতকাল রাতে তরুণীকে কোম্পানীগঞ্জের বসুরহাট বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যান সোহেল। এর আগেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করেন তরুণীর মা। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় এক তরুণীর মা বাদী হয়ে অভিযোগ দাখিল করেন এবং ওই তরুণী জবানবন্দি দেন। পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প