হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নির্মাণাধীন ভবনের দেয়ালের নিচে মাদ্রাসাছাত্রীর লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শাহীন আক্তার নামের ৮ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুরে এই ঘটনা ঘটে।

শাহীন আক্তার ওই এলাকার ব্যবসায়ী শাহজাহানের মেয়ে।

পুলিশ ও স্বজনেরা জানান, রোববার সকালে মায়ের সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হয় শাহীন আক্তার। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে নিজ ঘরের পাশে চাচা ওসমান গনির নির্মাণাধীন ভবনের দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করে। তবে কখন সেই দেয়ালে চাপা পড়ে রয়েছে, সেটা নিশ্চিত করা যায়নি।

নিহতের বাবা শাহজাহান বলেন, ‘রোববার সকালে মায়ের স্বর্ণ হারিয়ে ফেলছিল শাহীন আক্তার। এতে শাহীন আক্তারকে বকাবকি করলে সে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। এরপর সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কিন্তু ওসমানের নির্মাণাধীন ভবনে দেখা হয়নি। সকালে ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় শাহীনকে দেখতে পাই।’  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেয়ালচাপা পড়ে মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ