হোম > সারা দেশ > চট্টগ্রাম

পালিয়ে আসা সেনা-বিজিপিসহ ৪০ জনকে মিয়ানমারে ফেরত

কক্সবাজার প্রতিনিধি

বাসে করে মিয়ানমারের ৪০ নাগরিককে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের ৩৪ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করা ছয় নাগরিককে বিভিন্ন অপরাধে সাজাভোগের পর ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিয়ানমারের একটি বিশেষ বিমানে তাঁদের হস্তান্তর করা হয়।

সম্প্রতি মিয়ানমার জান্তা সরকারের এই ৩৪ সেনা ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। এরপর তাঁদের বিজিবির হেফাজতে রাখা হয়। নাইক্ষ্যংছড়ি বিজিবি ক্যাম্প থেকে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিজিবির একটি বাসে করে তাঁদের কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে তাঁদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩৪ সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে রাখাইন থেকে পালিয়ে আসা আরও ৭৫২ জনকে সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের তিন ধাপে ফেরত পাঠানো হয়। এ সময়ে মিয়ানমারের বিভিন্ন কারাগারে আটক থাকা ২১৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।

গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত শুরু হয়। প্রায় ১০ মাস লড়াইয়ের পর আরাকান আর্মি রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে মংডুসহ ১৪টিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের সঙ্গে থাকা বাংলাদেশের ২৭১ কিলোমিটার জল ও স্থল সীমান্ত দখলে নিয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র