হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে অজ্ঞাত স্থানে মুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফেনী প্রতিনিধি

ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

ফেনীতে অজ্ঞাত স্থান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথমবারের মতো জেলা ছাত্রলীগের ব্যানারে কোনো আয়োজন করতে দেখা গেছে।

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে ফেসবুকে ছাত্রলীগের নানা কর্মসূচির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থানে এ মিছিলে ১০-১৫ জন যুবক অংশ নেন। তাঁদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ সময় ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শুভ শুভ শুভ দিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘লাল-সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’, ‘ভয় করি না মরণে, মুজিব তোমায় স্মরণে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—এমন নানা স্লোগান দেন তাঁরা।

ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগাতেও দেখা গেছে।

এ ব্যাপারে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনের এভাবে মিছিল করার মাধ্যমে প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির