হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশের এসআই জখম, হেলিকপ্টারে ঢাকায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল্লাহ (৪৫) গুরুতর আহত হয়েছেন। 

আজ রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত এসআইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

ঘটনার পর মানসিক প্রতিবন্ধী সাইদুল ইসলাম ও তাঁর বাবা বজলু মিয়াকে আটক করা হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯-এ ফোন দিয়ে জানানো হয়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এক ছেলে তার মা-বাবাকে ঘরে আটকে রেখে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মা-বাবাকে উদ্ধার করে। এ সময় এসআই আতিকুল্লাহকে বুকের ডানপাশে ছুরিকাঘাত করা হয়।’

তিনি আরও বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী সাইদুল ও তাঁর বাবা বজলু মিয়াকে আটক করা হয়েছে।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা