হোম > সারা দেশ > ফেনী

ফেনী-৩: পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ইসিতে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগে এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ। গতকাল রোববার রাতে তিনি নির্বাচন কমিশনের সচিব ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ অভিযোগ দেন।

এর আগে জাল ভোট দেওয়ার অভিযোগে বেলা সাড়ে ৩টায় তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, দুই উপজেলায় ১৪৪টি ভোটকেন্দ্রে তার এজেন্টেদের বের করে দেওয়া হয়েছে। জাপা প্রার্থী জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নেতা কর্মীরা প্রিসাইডিং অফিসারদের সহযোগিতায় লাঙ্গল প্রতীকে সিল মারছেন।

হাজী রহিম উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচন কমিশনারের এমন আশ্বাসে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিই। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হতাম। এখানে একতরফা নির্বাচন হয়েছে। সকলে প্রভাব খাটিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা জাল ভোট দিয়েছে। কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে কয়েকজনকে। তাই ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মাসুদ উদ্দিন চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৭৬০ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল