নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর আতুরার ডিপু এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে গুদামে এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, `খবর পেয়ে আমাদের তিনটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। গুদামটিতে গার্মেন্টস ঝুট থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।'
এক প্রশ্নের জবাবে উপপরিচালক বলেন, এখনো আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।