হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে প্রতীকী সিট বণ্টনের প্রতিবাদ কর্মসূচি পালন

চবি সংবাদদাতা

চবিতে প্রতীকী সিট বণ্টনের প্রতিবাদ কর্মসূচি পালন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতীকী সিট বণ্টন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নবীন শিক্ষার্থীদের উপাচার্যের বাংলো ও শিক্ষক ক্লাবে প্রতীকী সিট বরাদ্দ দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংগঠনের নেতা মোহাম্মদ পারভেজকে আইসিটি সেল ও সাঈদ বিন হাবিবকে প্রভোস্টের প্রতীকী দায়িত্ব দিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সিট বরাদ্দ পেতে লম্বা লাইন দেখা যায়। পরে তাঁদের মাঝে উপাচার্যের বাংলো ও শিক্ষক ক্লাবে প্রতীকী সিট বরাদ্দ দেওয়া হয়।

এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয় সংস্কারে সাত দফা দাবি জানায় সংগঠনটি। দাবি বাস্তবায়নে সংগঠনটির পক্ষ থেকে ১০ দিনের সংস্কার ক্যাম্পেইন ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে আজ প্রতীকী সিট বণ্টন কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।

আগামী বৃহস্পতিবার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়, ৭ জুলাই গণ-স্বাক্ষর কর্মসূচি এবং ১০ জুলাই সাত দফা দাবিতে মানববন্ধন করবে সংগঠনটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন শিক্ষার্থী বলেন, ‘আমি সিলেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। এখানে এসে নতুন বাসা বা কটেজ খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়েছে। প্রথমে এক জায়গায় আড়াই হাজার টাকার এক সিটের বাসা পেয়েছিলাম, কিন্তু সেখানে থাকার সামর্থ্য আমার ছিল না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রথম বর্ষ থেকে আমাদের আবাসন সুবিধা দিত, তাহলে এসব দুর্ভোগ পোহাতে হতো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত আবাসন সুবিধা বাড়ানো, যাতে দূরদূরান্ত থেকে আমাদের মতো নতুনরা ভোগান্তির শিকার না হয়।’

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, ‘আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন শিক্ষার্থীকেও আবাসন সুবিধা দিতে পারেনি। বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা এসব শিক্ষার্থী কোথায় থাকবে? তারা জোবরা গ্রামকে চিনে না, এখানকার ভাষা, কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। এই যে অনিশ্চয়তা কাটানোর উদ্যোগ প্রশাসনের নেই, এটা আমাদের জন্য হতাশার।’

মোহাম্মদ আলী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ৬ হাজার শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। বাকি ২২ হাজার শিক্ষার্থীর থাকার কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেই। আমরা বিভিন্ন সময় প্রশাসনে সমস্যা সমাধানের জন্য বলেছি। আজ প্রতীকী সিট বণ্টনের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে এর সমাধান না করলে কঠোর আন্দোলনে যাব।’

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ