হোম > সারা দেশ > চট্টগ্রাম

টাকার অভাবে চবিতে ভর্তি হতে পারছেন না তরিকুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তিন বছর বয়স তখন মা মারা যান মো. তারিকুল ইসলামের। এরপর বাবাও খোঁজ নেওয়া বন্ধ করে দেন। বড় হন মাদ্রাসার হোস্টেলে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে দাখিল পাশ করেন। ভর্তি হন কলেজে। দিনমজুরের কাজ করে পড়ালেখার খরচ জোটাতেন। দিনরাত পরিশ্রম করে এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল অর্জন করেন। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির সুযোগ হয়েছে তাঁর। কিন্তু টাকার জন্য ভর্তি হতে পারছেন না তারিকুল। 

তারিকুলের বাড়ি রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার মডেল টাউন গ্রামে। তিনি তারামিয়া শেখের ছেলে। তাঁর আরও এক ছোট ভাই আছেন। তারিকুল স্থানীয় বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার হোস্টেলে বড় হন। দিনমজুরের কাজ করে এই মাদ্রাসা থেকেই দাখিল দেন। ২০২০ সালে দাখিল পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৩৮ পান। 

এরপর ভর্তি হন কাচালং সরকারি কলেজে। ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে কৃতিত্বের সঙ্গে পাশ করেন তারিকুল। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবার অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদের (বি-ইউনিট) মেধাক্রম ৩৬ ও সমাজবিজ্ঞান অনুষদে (ডি-ইউনিট) মেধাক্রম ৪৩ তম হন। কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না। গতকাল ২০ জুন ছিল ভর্তি হওয়ার শেষ তারিখ। ওই দিন টাকা জোগাড় করতে না পারায় ভর্তি হতে পারেননি। সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। 

তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সমাজবিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগে পড়তে চাই। গতকাল ভর্তির শেষ দিন ছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় ভর্তি হতে পারিনি।’ 

তারিকুল ইসলাম আরও বলেন, ‘ছোট থেকেই স্বপ্ন দেখেছি বড় হব। লেখাপড়া করব। কলেজ পর্যন্ত দিনমজুরের কাজ করে পড়ালেখা ও নিজের খরচ চালিয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তারপর পাশ করা পর্যন্ত খরচ কীভাবে জোগাড় করব। কেউ যদি সাহায্য করে, লেখাপড়া চালিয়ে নিতে পারব। অন্যথায় আমার স্বপ্ন এখানেই শেষ।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি