হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডে ৫ কলেজে কেউ পাস করেনি

কুমিল্লা প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঁচ কলেজে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কোনো প্রতিষ্ঠানে একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও ফলাফল শূন্য। আজ বুধবার ফলাফল ঘোষণার পর এ তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

শূন্য পাস কলেজগুলোর মধ্যে ফেনী সদরের নোবেল কলেজ। প্রতিষ্ঠানটি থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করতে পারেনি। ফেনী সদরের আরেক কলেজ গ্রীনল্যান্ড কলেজ থেকেও একজন পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি। 

এ ছাড়া বি-বাড়িয়ার কৃষ্ণনগর আব্দুল জাব্বার স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন, নবীনগর জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে আটজন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণের ডাক্তার এম শামছুল হক মডেল কলেজ থেকে নয়জন পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারেনি। 

ফেনী গ্রীনল্যান্ড কলেজের সভাপতি সহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার সময় আমরা কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারি নাই। একটি মেয়ে অনিয়মিত শিক্ষার্থী ছিল। বিয়ে হয়ে যাওয়াই কলেজে আসেনি।’ 

নবীনগর জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম ছাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘এ প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখা পর্যন্ত এমপিওভুক্ত। কলেজ শাখায় পাঠদানের অনুমতি আছে। রয়েছে শিক্ষকের সংকট। সাতজন শিক্ষক দিয়ে কলেজ শাখা চালানো হচ্ছে। আমাদের সীমাবদ্ধতার কারণে এবার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।’ 

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আজ ফলাফল ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময় শূন্য পাসের কলেজগুলোর বিষয়ে আমরা পদক্ষেপ নিব।’ 

কুমিল্লার শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭৭ হাজার ৯০৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির