হোম > সারা দেশ > কুমিল্লা

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ভিডিওটি সাজানো: পুলিশ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, তাঁর ওপর হামলার ঘটনাটি সাজানো। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। 

আজ শনিবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে মনোনয়নপ্রত্যাশীকে মারধরের ঘটনা ঘটানো হয়। 

এর আগে, গতকাল শুক্রবার রাত থেকে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজনকে আটক করে। 

তাঁরা হলেন কুমিল্লা নগরের ছোটরা মফিজাবাদ কলোনি এলাকার বাসিন্দা মো. সুমন, মো. সবির, মো. সবুজ, ইকবাল হোসেন ও মাসুদ রানা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল কুমিল্লা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি। তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গোলাম সারোয়ারকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের বাসিন্দা এবং সরশপুর ইউপির সাবেক চেয়ারম্যান। 

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘হামলার ঘটনাটি পরিকল্পিত। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক পাঁচ ব্যক্তিকে দিয়ে এই ঘটনা ঘটান গোলাম সারোয়ার। তাঁকে মারধরের ভিডিওটি ফেসবুকেও ভাইরাল করা হয়। ভিডিও ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে কুমিল্লা নগরী থেকে আটক করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে পরিকল্পনার কথা স্বীকার করেছেন। গোলাম সারোয়ারসহ জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’ 

এ বিষয়ে জানতে গোলাম সারোয়ার মজুমদারের মোবাইল ফোনে কল দিলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সদর সার্কেল মো. কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ অন্যরা।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির