হোম > সারা দেশ > কুমিল্লা

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ভিডিওটি সাজানো: পুলিশ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, তাঁর ওপর হামলার ঘটনাটি সাজানো। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। 

আজ শনিবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে মনোনয়নপ্রত্যাশীকে মারধরের ঘটনা ঘটানো হয়। 

এর আগে, গতকাল শুক্রবার রাত থেকে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজনকে আটক করে। 

তাঁরা হলেন কুমিল্লা নগরের ছোটরা মফিজাবাদ কলোনি এলাকার বাসিন্দা মো. সুমন, মো. সবির, মো. সবুজ, ইকবাল হোসেন ও মাসুদ রানা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল কুমিল্লা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি। তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গোলাম সারোয়ারকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের বাসিন্দা এবং সরশপুর ইউপির সাবেক চেয়ারম্যান। 

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘হামলার ঘটনাটি পরিকল্পিত। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক পাঁচ ব্যক্তিকে দিয়ে এই ঘটনা ঘটান গোলাম সারোয়ার। তাঁকে মারধরের ভিডিওটি ফেসবুকেও ভাইরাল করা হয়। ভিডিও ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে কুমিল্লা নগরী থেকে আটক করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে পরিকল্পনার কথা স্বীকার করেছেন। গোলাম সারোয়ারসহ জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’ 

এ বিষয়ে জানতে গোলাম সারোয়ার মজুমদারের মোবাইল ফোনে কল দিলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সদর সার্কেল মো. কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ অন্যরা।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল