হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় ৩০০ বোতল এস্কাফসহ তরুণ গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩০০ বোতল এস্কাফ, ৫০ বোতল ফেনসিডিলসহ মো. রাকিবুল ইসলাম রাকিব (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. রাকিবুল ইসলাম রাকিব রামচন্দ্রপুর (বাল্লক) গ্রামের আবু তাহেরের ছেলে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওসি আতিক উল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুর আলম।

ওসি আতিক উল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি রাকিবুল ইসলাম রাকিবের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর খাটের নিচ থেকে ৩০০ বোতল এস্কাফ ও ৫০ বোতল ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়।’

ওসি আতিক উল্লাহ আরও বলেন, গ্রেপ্তার রাকিবুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে থানায় আগেও মাদক ও মারামারিসহ তিনটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির