হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় দুই রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ ১  

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দুই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরেক শ্রমিককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকালে উপজেলার উখিয়া সদরের মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত জাহিদ হোসেন (২৩) রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ছৈয়দ আকবর। তিনি উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিলেন রোহিঙ্গা শ্রমিকেরা। মাটি কাটার একপর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনার অংশের পাহাড় ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক মাটিচাপা পড়েন। 

খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ। 

নিখোঁজ ছৈয়দ আকবর নামে এক শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক। 

এমদাদুল হক বলেন, ‘আমরা এক শ্রমিককে মৃত উদ্ধার করেছি। নিখোঁজ আরও এক শ্রমিককে উদ্ধারে মাটি সরানোর কাজ চলছে।’ 

নিখোঁজের মা রাবেয়া বসরী বলেন, ‘আমার ছেলেকে আমি গাড়িভাড়া দিয়ে গতকাল কাজে পাঠিয়েছি। সে আমার কারণে দুর্ঘটনায় পড়ল। ছেলে ছাড়া আমি অসহায়, জানি না কী হবে।’ 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল চলছে।’

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত