রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগামীকাল বুধবার সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৮৭ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৭ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৩।
শনাক্তদের মধ্যে ১৮ জন রাঙামাটি সদরের বাসিন্দা। এর আগের ২৪ ঘণ্টায় ৩৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা ২০৬৩। এর মধ্যে মারা গেছেন ২০ জন। সর্বশেষ রোগী মারা গেছেন গত ২০ জুলাই।
বর্তমানে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন আটজন। এ পর্যন্ত জেলা করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রথম ডোজে ৩৬৫৫৪ এবং দ্বিতীয় ডোজে ১৮৮৮১ জন।
রাঙামাটি করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।