হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে চালু হলো সাধারণ রোগীর সেবা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনা প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সাধারণ রোগীর সেবা কার্যক্রম চালু হয়েছে। রোগী ভর্তি, রুটিন অপারেশনসহ সব কার্যক্রম চলছে আগের মতোই। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, চমেকে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি কমে যাওয়া চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আগের মতো সাধারণ রোগী ভর্তি করানো হচ্ছে। রুটিন অপারেশনও চালু করা হয়েছে। 

জুলাই ও আগস্টের প্রথমদিকে চমেকে ৩০০ শয্যার বিপরীতে ৩৫০ জনও করোনা রোগী ভর্তি ছিল। শয্যা না পেয়ে ফ্লোরেও রোগীর সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন হাসপাতালে রোগী ভর্তি মাত্র ১৪০ জন। 

সরেজমিন দেখা যায়, পটিয়া থেকে এসেছেন ৩০ বছর বয়সী সাবেকুন্নাহার। তিনি কয়েকদিন ধরে দুর্বলতায় ভুগছেন, সঙ্গে পাতলা পায়খানাও। তাঁর স্বামী আরিফুল ইসলাম ইমারজেন্সি থেকে টিকিট কেটেছেন। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। 

আরিফুল ইসলাম বলেন, চমেকে আনার সময় ভয়ে ছিলাম ভর্তি দেবে কি'না। কারণ প্রতিবেশি কয়েকজন বলেছিল চমেকে ভর্তি নিচ্ছে না। তারপরও চলে আসলাম। এসে দেখি তাঁরা ভর্তি দিয়েছে। 

চমেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টার ইনচার্জ রজব আলী বলেন, করোনা আক্রান্ত রোগী কম ভর্তি হচ্ছেন। করোনা উপসর্গ রোগীও কম আসছে। এখন যা ভর্তি হচ্ছে তা নন কোভিড। 

কোভিড চিকিৎসা আরও সম্প্রসারিত করতে গত ১১ জুলাই থেকে চমেক হাসপাতালে সাধারণ রোগী ভর্তি ও রুটিন অপারেশন কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। তবে জরুরি রোগী ও অপারেশন চালু রাখে হাসপাতাল করতৃপক্ষ। 

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী