হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির স্বাস্থ্য কেন্দ্রে বসে ভর্তি পরীক্ষা দিলেন আহত শিক্ষার্থী

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে সাঁটল ট্রেনে করে ক্যাম্পাসে এসেছিলেন আনজুম রুলবা। বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে পায়ে আঘাত পান। পরে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আঘাতের যন্ত্রণায় কেন্দ্রে যাওয়ার মতো অবস্থা ছিল না তাঁর। বিষয়টি ভর্তি পরীক্ষা কমিটিকে অবহিত করলে তাঁরা স্বাস্থ্যকেন্দ্রেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেন। 

আজ সোমবার সমাজবিজ্ঞান অনুষদের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে ঘটে এই ঘটনা। আনজুম রুলবার পরীক্ষার কেন্দ্র ছিল ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও জয়েন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক সিরাজ উদ-দৌলাহ। তিনি বলেন, ‘ভর্তি–ইচ্ছুক এক শিক্ষার্থী সাঁটল ট্রেন থেকে নামতে গিয়ে আহত হন। ব্যথার কারণে মেয়েটি দাঁড়াতেও পারছিলেন না। পরে আমাদের জানালে আমরা মানবিক দিক বিবেচনা করে ছাত্রীটিকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। মেডিকেল সেন্টারের একটি কক্ষে একজন হল পরিদর্শক দিয়ে সুশৃঙ্খলভাবে আমরা পরীক্ষা সম্পন্ন করেছি।’ 

পরীক্ষা শেষে আহত ছাত্রী আনজুম রুলবা বলেন, ‘আমি ট্রেন থেকে নামতে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। ভেবেছিলাম আমার আর পরীক্ষা দেওয়া হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। মেডিকেল বসে পরীক্ষা দিয়েছি। পায়ে ব্যথা ছিল প্রচণ্ড। তবুও পরীক্ষা ভালো হয়েছে।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত