হোম > সারা দেশ > চট্টগ্রাম

মসজিদের মাধ্যমে অপরাধমুক্ত সমাজ তৈরি করতে পারব: ধর্ম উপদেষ্টা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের রাউজানে মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করতে পারব। কারণ সমাজে যখন মানুষ নামাজ পড়ে, তখন গুনাহ, অশ্লীলতা কমে যায়।’

গতকাল শুক্রবার চট্টগ্রামের রাউজানে জুমার নামাজের আগে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর। ১২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন।

নির্ধারিত নকশা অনুসারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের স্থান, লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া ব্যবস্থা, পবিত্র কোরআন হেফজ করার ব্যবস্থা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের অফিস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ। বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম খান ও প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম।

জুমার নামাজে ইমামতি করেন হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, বাহারুল আলম, জসিম, আমাত উল্লাহ চৌধুরী বাবুল, আবু জাফর, শরিফ উল্লাহ শরিফ, কাজী মো. ইব্রাহিম, আমিনুল হক কোম্পানি প্রমুখ।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু