চাঁদপুরের মেঘনা নদীর মোলহেড ও সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার এলাকায় বাল্কহেডে পৃথক অভিযানে সুকানির যোগ্যতা সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ও আজ বৃহস্পতিবার ভোরে অভিযান দুটি চালানো হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
মোলহেডের অভিযানে আটক ব্যক্তিরা হলেন সুকানি মো. ফিরোজ (৩৮), মো. লাভলু (২৫), মো. আকবর (২৯) মো. তারেক (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৫০)। রাজরাজেশ্বর এলাকায় অভিযানে আটক ব্যক্তিরা হলেন সুকানি মো. মহিউদ্দিন (৩৪), মো. মহিউদ্দিন (৩০), মো. মোক্তার হোসেন (২৮), মো. রিপন (৩২), মো. রুবেল (২৩) মো. মিজান (৪৪) ও মো. হুমায়ুন কবীর (৫৫)।
ওসি কামরুজ্জামান বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় মোলহেড এলাকায় তিনটি বাল্কহেডে অভিযান চালায় পুলিশ। নিষিদ্ধ সময়ে ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে পাঁচজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, প্রথম অভিযানে আটক পাঁচজনের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় তিনটি নিয়মিত মামলা করা হয়। দ্বিতীয় অভিযানে আটক সাতজনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) বিভিন্ন ধারায় মেরিন আদালতে অভিযোগ দাখিল করা হয়। জব্দ সাতটি বাল্কহেড চালকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।