হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদী থেকে দুই শিশু ও এক নারীর মৃতদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ভাসমান অবস্থায় দুই শিশুসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১২টায় নাফ নদীর মৌলভীবাজার পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে দুটি শিশু ও একজন নারী। ধারণা করা হচ্ছে তারা মা ও সন্তান। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেনি প্রশাসন।

পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হতে পারেন। নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের মৃত্যু হয়েছে।

টেকনাফ থানার ওসি (তদন্ত) আবদুল আলিম জানিয়েছেন, বেলা ১২টায় নাফ নদীর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

আবদুল আলীম আরও বলেন, নদীতে ভাসমান অবস্থায় তিন মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা