হোম > সারা দেশ > ফেনী

সুশাসন না থাকলে দেশ সামনে আগাতে পারবে না: জাসদের সাধারণ সম্পাদক

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ হাজার ঘর দিয়েছেন। যাদের ভূমি নাই, ঘর নাই, তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আশ্রয় দেওয়া হচ্ছে। এ বিষয় উল্লেখ করে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার বলেন, ‘একটা মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না—এটা হচ্ছে বড় কথা। তবে আমরা তার সঙ্গে যোগ করতে চাই, এগুলো সবই ভালো, কিন্তু আইনের শাসন ও সুশাসন না থাকলে দেশ খুব বেশি সামনের দিকে আগাতে পারবে না।’ 

বুধবার বিকেলে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের ফেলাগাজী মজুমদারবাড়িতে জাসদ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার এসব বলেন। 

শিরীন আখতার বলেন, ‘দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমাদের এককাট্টা হতে হবে এবং কথা বলতে হবে। আপনারা যেখানেই যান, এসব দুর্নীতির ব্যাপারে কথা বলবেন। ইমাম সাহেবরা মসজিদে এগুলোর (দুর্নীতির) ব্যাপারে কথা বলবেন। তাহলে দেখবেন সমাজটা ধীরে ধীরে আগাতে পারছে। নচেত সমাজটা অন্ধকারে থেকে যাবে।’ 

শিরীন আরো বলেন, ‘মদ-জুয়ায় আমাদের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। ইভটিজিংসহ সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। বাল্যবিবাহ রোধ করতে হবে।’ 

শরিয়ত উল্যাহ মজুমদারের সভাপতিত্বে এবং জাফর উল্যাহ মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, গৃহিণী মনোয়ারা বেগম, সোহাগ মজুমদার, আজিজুল হক মজুমদার খোকা প্রমুখ। 

উপস্থিত ছিলেন জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম নূর, ফেনী জেলা জাসদের সমবায়বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার লিজা, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ, ছাগলনাইয়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ ভূঁঞা রিপনসহ আওয়ামী লীগ ও জাসদের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা