হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্যা মোকাবিলায় প্রশাসন ও ছাত্রদের কার্যক্রম সন্তোষজনক: দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, বন্যার পানি নামতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হচ্ছে বন্যাকবলিত এলাকাগুলো। বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যক্রম সন্তোষজনক। 

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের পুলিশ মেসে লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনা কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, যারা খাল–বিলে বাঁধ দিয়ে পানি চলাচলে বিঘ্নিত করছে। তাদের বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া বন্যা–পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, সেনবাহিনীর লে. কর্নেল মোহাম্মদ মাজেদুল হক রেজা, পুলিশ সুপার তারেক বিন রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে তিনি নোয়াখালীর উদ্দেশে লক্ষ্মীপুর ত্যাগ করেন।

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ