হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণজমায়েত করে পুকুরে বড়শি প্রতিযোগিতা, ইউএনওর অভিযান

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলছে কঠোর লকডাউন। চলমান এই লকডাউনের মধ্যে লোহাগাড়া উপজেলায় গণজমায়েত করে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় একটি প্রভাবশালী মহল। সোমবার সন্ধ্যা থেকে উপজেলার আমিরাবাদ পুরোনো বিওসির পূর্ব পার্শ্বে হোছেনের পুকুরে এই আয়োজন করা হয়। এতে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে এই বড়শি প্রতিযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু। টের পেয়ে পুকুরের মালিক পালিয়ে যান। অভিযানে বড়শি প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয় এবং এক মণ মাছসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানকালে সঙ্গে ছিলেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এস এম ইউনুচ, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল, আমিরাবাদ ইউপির সদস্য এরশাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, লকডাউনে গণজমায়েত করা যাবে না। উপজেলার আমিরাবাদে হোছেনের পুকুরে গণজমায়েত করে বড়শি শিকার প্রতিযোগিতা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থল গেলে পুকুরে মালিক পালিয়ে যান। প্রায় এক মণ মাছ এবং মাছ শিকারের সব সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ মাছ ইউপি চেয়ারম্যানের জিম্মায় বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের