হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণজমায়েত করে পুকুরে বড়শি প্রতিযোগিতা, ইউএনওর অভিযান

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলছে কঠোর লকডাউন। চলমান এই লকডাউনের মধ্যে লোহাগাড়া উপজেলায় গণজমায়েত করে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় একটি প্রভাবশালী মহল। সোমবার সন্ধ্যা থেকে উপজেলার আমিরাবাদ পুরোনো বিওসির পূর্ব পার্শ্বে হোছেনের পুকুরে এই আয়োজন করা হয়। এতে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে এই বড়শি প্রতিযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু। টের পেয়ে পুকুরের মালিক পালিয়ে যান। অভিযানে বড়শি প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয় এবং এক মণ মাছসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানকালে সঙ্গে ছিলেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এস এম ইউনুচ, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল, আমিরাবাদ ইউপির সদস্য এরশাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, লকডাউনে গণজমায়েত করা যাবে না। উপজেলার আমিরাবাদে হোছেনের পুকুরে গণজমায়েত করে বড়শি শিকার প্রতিযোগিতা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থল গেলে পুকুরে মালিক পালিয়ে যান। প্রায় এক মণ মাছ এবং মাছ শিকারের সব সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ মাছ ইউপি চেয়ারম্যানের জিম্মায় বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২