পরশুরামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শফিকুর রহমান (৪৫) নামের এক বাহরাইন প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় চিথলিয়া ইউনিয়নে পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের বাড়ি উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর সত্যনগর গ্রামে। তিনি আব্দুল খালেকের ছেলে। নিহত শফিকুর রহমান গত ১০ জুন বাহরাইন থেকে তিন মাসের ছুটিতে দেশে আসেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, গত সোমবার দুপুরে পশ্চিম অলকা গ্রামে আলত আলী চৌধুরী বাড়ির পাশে মুহুরি নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ সময় ওই স্থানে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সফিকের মৃত্যু হয়েছে।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্থানীয় বাসিন্দা এম শফিকুল হোসেন মহিম বলেন, পশ্চিম অলকা গ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে শফিকুর রহমান নামের একজন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।