হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোয়ালখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬ 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটোরিকশা চালক মো. জনি (২৪) মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো ৬। নিহত জনি পটিয়া উপজেলার পশ্চিম মনসা বাদামতল এলাকার নুরুল হাকিমের ছেলে। 

আজ শুক্রবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজন মিজানুর রহমান। তিনি বলেন, গতকাল ঘটনাস্থল থেকে গুরুতর আহত জনিকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখান থেকে পরে নগরীর বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। আজ বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় হাওলা দরবার শরীফে আসা নেত্রকোনাগামী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। 

এদিকে এ দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালখালী থানায় একটি মামলা করেন ঘটনাস্থলে নিহত অটোরিকশা যাত্রী পোস্টমাস্টার আবদুল করিমের স্ত্রী রোকসানা। সড়ক পরিবহন আইনে দায়ের করা এ মামলায় পুলিশ বাস চালক জাকির হোসেনকে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক। 

গ্রেপ্তার জাকির নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ ইউনিয়নের মোবারক বাড়ির আবদুল হাশেমের ছেলে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ