হোম > সারা দেশ > নোয়াখালী

কবিরহাটে বাড়ি থেকে তুলে নেওয়া স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৮

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বাড়ি থেকে তুলে নেওয়া স্কুলছাত্রীকে (১৪) কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন মিয়া (৪০), হাছান (২০), আলা উদ্দিন ইমন (২৫), মিজানুর রহমান মিজান (২৮), আব্দুর রহিম (২০), সাবের হোসেন সাব্বির (২১), গাড়িচালক সাগর (২৮) ও চালকের সহযোগী ইয়াছিন আরাফাত সাকিব (২৩)।

অভিযোগ সূত্রে জানা গেছে, নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন সুমন মিয়া। গতকাল সোমবার ইফতারের সময় কয়েকজন সহযোগী নিয়ে ওই ছাত্রীর গ্রামের বাড়ি যান সুমন। এ সময় তাঁরা ওই ছাত্রীকে তুলে নিতে চাইলে মা ও ভাবি বাধা দেন। তাঁদের মারধর করে টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে তুলে নিয়ে যান তাঁরা। এ সময় ঘর থেকে মোবাইল ফোন, স্বর্ণ ও নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগ করা হয়। পরে রাতেই ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় মামলা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে মেয়েকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের ওপর একটি মাইক্রোবাস থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে