হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ার নৌঘাটে জড়ো হচ্ছেন অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, চোখে-মুখে উদ্বেগ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

হাতিয়ার নলচিরা ঘাটে নৌ চলাচল শুরুর অপেক্ষায় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে। ছবি: আজকের পত্রিকা

বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ শুক্রবার সকাল থেকে দুই শতাধিক অনার্স ভর্তি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা হাতিয়ার নলচিরা ঘাটে এসে জড়ো হয়েছেন। তাঁরা বলছেন, নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাট হয়ে তাঁদের জেলা সদরে যেতে হবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে তাঁদের শিক্ষাজীবনের একটি বছর নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা দাবি জানিয়েছেন, হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, না হয় যেকোনো উপায়ে তাঁদের নদী পারপারের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে তাঁরা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেন।

নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেয় প্রশাসন। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দ্বীপটির নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় আজও (দুপুর পর্যন্ত) হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন হাতিয়া থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দুই শতাধিক পরীক্ষার্থী।

জানা গেছে, সারা দেশের মতো আগামীকাল বেলা ১১টা থেকে নোয়াখালীতে কয়েকটি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সড়কপথে পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষার্থীরা অংশ নিতে পারলেও হাতিয়ার শিক্ষার্থীদের আসার একমাত্র মাধ্যম নৌপথ।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘আজ দুপুরে যে জোয়ার এসেছিল, সেটি অনেকটা স্বাভাবিক ছিল। বৃষ্টি ও বাতাস অনেকটা কমে গেছে। যদি এভাবে থাকে, তাহলে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং সাগরের ঢেউ কমে যাবে। আমরা আশা করি, আজ সন্ধ্যা বা আগামীকাল ভোর থেকে নৌযান চলাচল স্বাভাবিক করা যাবে। যেহেতু পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে, আশা করছি, তার আগে পরীক্ষার্থীরা তাদের স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে যেতে পারবে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল