হোম > সারা দেশ > কক্সবাজার

‘পরকীয়ার জেরে’ চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তিকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ছৈয়দ করিম জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান, কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. শামীম হোসেন বলেন, আজ সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের স্থানীয় স্টেশন থেকে ছৈয়দ করিম বাড়ি ফিরছিলেন। পথে তেতুলতলা নামক স্থানে পৌঁছালে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ হঠাৎ তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে ছৈয়দ করিমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছালামত। 

পরে খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, এক সময় তাঁর বাবা ও চাচার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। পরে তা সালিসের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যায়। এ নিয়ে তাঁর বাবার প্রতিপক্ষরা ক্ষুব্ধ ছিল। পূর্ব শত্রুতার জেরে ছালামত উল্লাহ তাঁর ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে রয়েছে জানিয়ে ওসি শামীম হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ