চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানার বটতলা এলাকায় লাকী দে (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
নিহতের স্বামী উজ্জ্বল দে জানান, সকালে ঘুম থেকে উঠে দেখতে পান স্ত্রী লাকীর মুখ থেকে ফেনা বের হচ্ছে। এ সময় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, বায়েজিদের বটতলা এলাকার থাকতেন তিনি। সকাল ৬টার দিকে বিষপানে আহতাবস্থায় হাসপাতালে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে তিনি মারা গেছেন তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।