ফেনী প্রতিনিধি
ফেনী শহরের সহদেবপুর এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৪২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর সহদেবপুর এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তির পরনে আকাশি রঙের শার্ট ও গ্রামীণ চেক লুঙ্গি ছিল। মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।