হোম > সারা দেশ > চট্টগ্রাম

পূর্বশত্রুতার জেরে যুবককে মামলায় ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জিকু নাথ (২৮) নামে এক যুবককে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। গত ৩১ জানুয়ারি সিএমপি পুলিশ কমিশনার বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে ভুক্তভোগী যুবকের মা অঞ্জনা রানী নাথ এই দাবি করেন।

গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় চমেক (চট্টগ্রাম মেডিক্যাল কলেজ) হাসপাতাল এলাকায় সাইফুল ইসলাম (২৭) নামের এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনায় ৩০ জানুয়ারি হামলাকারী ইমনসহ তিনজনের নামে ও অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে নগরের পাঁচলাইশ থানায় মামলা হয়। ওই মামলায় পুরোনো একটি ঘটনার জের ধরে জিকু নাথকেও আসামি করা হয় বলে অভিযোগ রয়েছে। 

জিকু নাথের মা অঞ্জনা রানী নাথ অভিযোগ করেন, ঘটনার দিন জিকু নাথ অনুপস্থিত ছিলেন। স্থানীয় এক জনপ্রতিনিধির ইন্ধনে একটি চক্র জিকুকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। সিসিটিভি ফুটেজে ইমন নামে এক যুবককে সাইফুলের ওপর হামলার দৃশ্য ধরা পড়ে। সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়া সত্ত্বেও তাঁর ছেলের নামে মামলা রেকর্ড করেন। 

অঞ্জনা রানী অভিযোগে আরও বলেন, ২০২২ সালে ৭ ফেব্রুয়ারি চকবাজার থানাধীন গোয়াছি বাগান পূজামণ্ডপে তুচ্ছ ঘটনার জের ধরে হামলা ও ভাঙচুর চালান সাইফুল ইসলাম ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় জিকু নাথ বাদী হয়ে সাইফুলসহ কয়েকজনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। ওই ঘটনার জের ধরে জিকুকে এই মামলায় ফাঁসানো হয়েছে। এ সময় জিকুকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। জিকুর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মামলা নেই। 

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বাদী ও ভুক্তোভুগী আসামিদের শনাক্ত করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করেনি। বর্তমানে মামলাটির তদন্ত চলছে। তদন্তে জিকু জড়িত না থাকলে তাঁকে মামলা থেকে অব্যহতি দেওয়া হবে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ