হোম > সারা দেশ > বান্দরবান

যে তিন শর্তে পাহাড় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

ফাইল ছবি

দীর্ঘ প্রায় ৩৩ মাস পর বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলার সুনিদিষ্ট কয়েকটি পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। তবে এজন্য তিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গতকাল  বৃহস্পতিবার (৫ জুন )  রাত ১০.৩০ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক গণবিজ্ঞপ্তিতে  এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

যে তিনটি শর্তে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সেগুলো হল, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপযুক্ত স্থানগুলো ছাড়া রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে। জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।

পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট/পর্যটক তথ্য সেবা কেন্দ্রে চাওয়া তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

রুমা উপজেলার মুনলাই পাড়া ও বগালেক এবং থানচি উপজেলার তিন্দুমূখে বড় পাথর  ও তামাতুঙ্গী পর্যটন কেন্দ্র পর্যন্ত পর্যটকদের ভ্রমণের সুযোগ সৃস্টি হয়েছে। আজ শুক্রবার থেকে এসব স্থানে ভ্রমণে নিষেধাজ্ঞা বাতিল কার্যকর হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী  ও জেলা প্রশাসনের সূত্র জানায়, ওই দুইটি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটায় স্থানীয়দের ব্যবসা বাণিজ্য প্রসার এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনকে সুপারিশ করা হয়েছে। এর আগে এসব এলাকায়  সশস্ত্র সংগঠনগুলোর অপহরণসহ অনৈতিক কাজ রুখতে সেনাবাহিনীর অভিযান অব‍্যাহত থাকায় রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করা হয়েছিল।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড