হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনি, দুই দিন পর যুবকের মৃত্যু

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আশিকুর রহমান (১৯) নামের এক যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। গত বৃহস্পতিবার ভোরে গণপিটুনির পর তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার ভোরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আশিকুর রহমান কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার বাবুর্চি মিজানুর রহমানের ছেলে ও রিকশাচালক। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে চান্দিনা-বাগুর বাসস্টেশন সংলগ্ন একটি দোকান থেকে মলাটের কার্টুন ও টিউবওয়েলের মাথা চুরির অভিযোগে আশিকুরকে ১৫–২০ জন গণপিটুনি দেয়। এ সময় রাসেল নামের এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। চান্দিনা থানা-পুলিশ জানান, আজ শনিবার ভোরে আশিকুরের শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নেয় পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন আজকের পত্রিকাকে জানান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি চান্দিনা বাসস্টেশনে হলেও সেটি দেবীদ্বারের উপজেলার বাগুর শান্তিনগর সীমান্তে পড়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে সীমান্ত জটিলতার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ