হোম > সারা দেশ > নোয়াখালী

বদলকোট ইউপি নির্বাচনে প্রথমবারের মতো আ. লীগ থেকে নারী চেয়ারম্যান প্রার্থী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

পঞ্চম ধামের আসন্ন ইউপি নির্বাচনে নোয়াখালীর চাটখিল উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাঁর নাম পান্না আক্তার। তাঁর স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান আবু তৈয়ব। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচন আগামী ৫ জানুয়ারি চাটখিল উপজেলার ৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম চাটখিল উপজেলায় একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের মাঠে নেমেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও নারী নেত্রী পান্না আক্তার। 

চাটখিল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী, আবদুল বারেক বকুল চাটখিলের ইতিহাসে এবারই প্রথম ৪ নম্বর বদলকোট ইউপিতে চেয়ারম্যান পদে একজন নারী নির্বাচনে মাঠে লড়ে যাচ্ছেন। 

এদিকে একই ইউপির আওয়ামী লীগ নেতা রবি তপাদার বলেন, ‘আমাদের ইউপিতে এ প্রথম একজন নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।’ 

চেয়ারম্যান প্রার্থী পান্না আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে নির্বাচন করার উৎসাহ জোগাচ্ছেন, আমিও নির্বাচিত হলে উন্নয়নকাজের পাশাপাশি জনগণের সুখ-দুঃখে তাঁদের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করে যাব।’ 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল