পঞ্চম ধামের আসন্ন ইউপি নির্বাচনে নোয়াখালীর চাটখিল উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাঁর নাম পান্না আক্তার। তাঁর স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান আবু তৈয়ব। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচন আগামী ৫ জানুয়ারি চাটখিল উপজেলার ৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম চাটখিল উপজেলায় একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের মাঠে নেমেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও নারী নেত্রী পান্না আক্তার।
চাটখিল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী, আবদুল বারেক বকুল চাটখিলের ইতিহাসে এবারই প্রথম ৪ নম্বর বদলকোট ইউপিতে চেয়ারম্যান পদে একজন নারী নির্বাচনে মাঠে লড়ে যাচ্ছেন।
এদিকে একই ইউপির আওয়ামী লীগ নেতা রবি তপাদার বলেন, ‘আমাদের ইউপিতে এ প্রথম একজন নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।’
চেয়ারম্যান প্রার্থী পান্না আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে নির্বাচন করার উৎসাহ জোগাচ্ছেন, আমিও নির্বাচিত হলে উন্নয়নকাজের পাশাপাশি জনগণের সুখ-দুঃখে তাঁদের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করে যাব।’