হোম > সারা দেশ > চট্টগ্রাম

অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টা পরও ডিপোর মালিকপক্ষের খোঁজ নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টা পার হলেও বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষের কোনো খোঁজ নেই বলে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেছেন, মালিকপক্ষের খোঁজ না পাওয়ায় অগ্নি নির্বাপণে দেরি হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে আজ রোববার সকাল ১০টায় সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, ‘মালিকপক্ষের কেউ না থাকায় কোন কনটেইনারে কোন ধরনের দাহ্য পদার্থ আছে, তা জানা যাচ্ছে না। একেক কেমিক্যালের একেক নেচার। এসব জানা যাচ্ছে না বলেই নির্বাপণকাজে দেরি হচ্ছে।’ 

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। ওই সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও অনেকগুলো ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কনটেইনার ডিপোর আশপাশের তিন থেকে চার কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। কনটেইনারে রাসায়নিক দ্রব্য থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শেষ খবর পাওয়া পর্যন্ত ডিপোতে এখনো ছোট ছোট বিস্ফোরণের ঘটনা ঘটছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও র‍্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে কাজ করছেন। 

সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এই ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দগ্ধ ও আহতের সংখ্যা কয়েক শ ছাড়িয়েছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এই সম্পর্কিত সর্বশেষ:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল