হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, চালক ও হেলপার গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে এক কিশোরী (১৪) যাত্রীকে বাসের ভেতর আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা হওয়া মামলায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-চালক মো. লোকমান ও তাঁর সহকারী মো. হানিফ। এছাড়া বাসটির সুপারভাইজার মোবারক হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজ রাতে আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামে আসা এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। বাসটি নগরের বহদ্দারহাট বাস টার্মিনালে সন্ধ্যা সাড়ে ছয়টায় আসার পর ওই কিশোরীকে বাসের ভেতর আটকে রাখা হয়। পরে সেখানে চালক, তাঁর সহকারী ও বাসের সুপারভাইজার তাকে ধর্ষণ করেন।

ওসি আরও বলেন, ঘটনার শিকার কিশোরী বিষয়টি পুলিশকে জানানোর পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সুপারভাইজারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় কিশোরী বাদী হয়ে থানায় মামলা করেছে উল্লেখ করে পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রযেছে।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা