ফেনীর সোনাগাজীতে ২৫ ফুট গভীর পানির কূপ থেকে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ এক তরুণকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম দুর্জয় চন্দ্র দাস (১৯)। দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বহদ্দারহাট এলাকায় চরচান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পানির কূপটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ প্রকল্পের।
দুর্জয় একই এলাকার মিধুল চন্দ্র দাস ও প্রার্থনা রানী দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী ঘটনাস্থলে কাজে গিয়েছিলেন। সে সময় তিনি কূপের ভেতর থেকে আওয়াজ পেয়ে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
দুর্জয়ের মা প্রার্থনা রানী দাস জানান, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। ৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে দুর্জয় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ছেলে নিখোঁজের ঘটনায় সোনাগাজী মডেল থানায় জানানো হয়। আজ দুপুরে ওই পানির কূপ থেকে তাঁকে জীবিত উদ্ধার করা হলো।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, ওই তরুণ নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁরা অবগত ছিলেন। তাঁর খোঁজ পেতে আজ সকালে এলাকায় মাইকিং করা হয়। এর মধ্যে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁকে উদ্ধার করা হলো।