হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডুবে যাচ্ছে রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রতিনিধি, রাঙামাটি

পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যেতে বসেছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। হ্রদের পানি এরই মধ্যে সেতুর পাটাতন স্পর্শ করেছে। সেতুর মাঝখানের অংশ ডুবে গেছে। 

আজ বৃহস্পতিবার সকালে সেতুতে গিয়ে দেখা যায়, প্যান্ট পায়ের পাতা থেকে ওপরে তুলে সেতুর ওপর হাঁটছেন পর্যটকেরা। চারদিকে কচুরিপানা ঘিরে ধরেছে সেতুকে। সেতুর মাঝখানের কয়েকটি পাটাতন পানিতে ডুবে গেছে। তবে কর্তৃপক্ষ এখনো সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি। গেটে টিকিট বিক্রি করতে দেখা গেছে। 

পর্যটনকর্মী সোহেল বলেন, বিগত দুই দিন ধরে এ অবস্থায় পানি স্থির রয়েছে। আরও বৃষ্টি হলে সেতুটি পানিতে ডুবে যাবে। 

লকডাউনে বিপর্যস্ত ছিল রাঙামাটির পর্যটন খাত। সম্প্রতি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় এ খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। এমন অবস্থায় হ্রদের পনি বৃদ্ধিতে আবারও ক্ষতির মুখে খাতটি। 

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক পর্যায়ে রাখতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, হ্রদের পানি বেশি আটকে রাখলে শুধু সেতু নয়, নিম্নাঞ্চলের বাড়িঘর ডুবে যাবে। দুর্ভোগ বাড়বে। 

কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদে পানির লেভেল এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।। আরও বৃদ্ধি পেলে বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হবে। আপাতত কচুরিপানা অপসারণ করতে কয়েক মিনিটের জন্য পানি ছাড়া হবে। 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ