হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডুবে যাচ্ছে রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রতিনিধি, রাঙামাটি

পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যেতে বসেছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। হ্রদের পানি এরই মধ্যে সেতুর পাটাতন স্পর্শ করেছে। সেতুর মাঝখানের অংশ ডুবে গেছে। 

আজ বৃহস্পতিবার সকালে সেতুতে গিয়ে দেখা যায়, প্যান্ট পায়ের পাতা থেকে ওপরে তুলে সেতুর ওপর হাঁটছেন পর্যটকেরা। চারদিকে কচুরিপানা ঘিরে ধরেছে সেতুকে। সেতুর মাঝখানের কয়েকটি পাটাতন পানিতে ডুবে গেছে। তবে কর্তৃপক্ষ এখনো সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি। গেটে টিকিট বিক্রি করতে দেখা গেছে। 

পর্যটনকর্মী সোহেল বলেন, বিগত দুই দিন ধরে এ অবস্থায় পানি স্থির রয়েছে। আরও বৃষ্টি হলে সেতুটি পানিতে ডুবে যাবে। 

লকডাউনে বিপর্যস্ত ছিল রাঙামাটির পর্যটন খাত। সম্প্রতি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় এ খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। এমন অবস্থায় হ্রদের পনি বৃদ্ধিতে আবারও ক্ষতির মুখে খাতটি। 

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক পর্যায়ে রাখতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, হ্রদের পানি বেশি আটকে রাখলে শুধু সেতু নয়, নিম্নাঞ্চলের বাড়িঘর ডুবে যাবে। দুর্ভোগ বাড়বে। 

কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদে পানির লেভেল এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।। আরও বৃদ্ধি পেলে বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হবে। আপাতত কচুরিপানা অপসারণ করতে কয়েক মিনিটের জন্য পানি ছাড়া হবে। 

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে