হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডুবে যাচ্ছে রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রতিনিধি, রাঙামাটি

পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যেতে বসেছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। হ্রদের পানি এরই মধ্যে সেতুর পাটাতন স্পর্শ করেছে। সেতুর মাঝখানের অংশ ডুবে গেছে। 

আজ বৃহস্পতিবার সকালে সেতুতে গিয়ে দেখা যায়, প্যান্ট পায়ের পাতা থেকে ওপরে তুলে সেতুর ওপর হাঁটছেন পর্যটকেরা। চারদিকে কচুরিপানা ঘিরে ধরেছে সেতুকে। সেতুর মাঝখানের কয়েকটি পাটাতন পানিতে ডুবে গেছে। তবে কর্তৃপক্ষ এখনো সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি। গেটে টিকিট বিক্রি করতে দেখা গেছে। 

পর্যটনকর্মী সোহেল বলেন, বিগত দুই দিন ধরে এ অবস্থায় পানি স্থির রয়েছে। আরও বৃষ্টি হলে সেতুটি পানিতে ডুবে যাবে। 

লকডাউনে বিপর্যস্ত ছিল রাঙামাটির পর্যটন খাত। সম্প্রতি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় এ খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। এমন অবস্থায় হ্রদের পনি বৃদ্ধিতে আবারও ক্ষতির মুখে খাতটি। 

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক পর্যায়ে রাখতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, হ্রদের পানি বেশি আটকে রাখলে শুধু সেতু নয়, নিম্নাঞ্চলের বাড়িঘর ডুবে যাবে। দুর্ভোগ বাড়বে। 

কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদে পানির লেভেল এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।। আরও বৃদ্ধি পেলে বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হবে। আপাতত কচুরিপানা অপসারণ করতে কয়েক মিনিটের জন্য পানি ছাড়া হবে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত